স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে অনুর্ধ ১২ ক্রিকেট কার্নিভাল-২০১৬ ক্ষুদে ক্রিকেটার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্কুল থেকে ৩৬ জন ক্রিকেটার বাছাই করে চারটি টিম করে এদের প্রশিক্ষণ দেয়া হবে। শুক্রবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্ষুদে ক্রিকেটার বাছাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেজওয়ানুল হক রাজা’র তত্ত্বাবধানে এদের মধ্য থেকে ১৫ সদস্যের মূল টিম গঠন করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, জিএম তাশহিজ-সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক, বিভিন্ন ক্রিকেট টিমের পরিচালক, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বগণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সুনামগঞ্জের চারটি নদীর নামে টিম গঠন করা হয়। এগুলো হলো সুরমা, কুশিয়ারা, কালনী ও যাদুকাটা। প্রতিটি টিমে ৯ জন করে ক্রিকেটার ও একজন প্রশিক্ষক থাকবেন। এই চার টিমের প্রধান কোচ হিসেবে থাকবেন পারভেজ আহমেদ পাভেল।