স্টাফ রিপোর্টার ::
ধোপাজান নদীতে পাহাড়ি ঢলের তোড়ে বারকি নৌকা ডুবে বুধবার রাত থেকে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে গত মঙ্গলবার সকালে একই নদীতে পাহাড়ি ঢলে বসতঘর ভেঙে যাওয়ার সময় লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ দ্বিতীয় শ্রেণি পড়–য়া ছাত্রী মারিয়া বেগম (৮)-এর লাশ উদ্ধার হয়েছে। মারিয়া লালপুর গ্রামের জজ মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলে লালপুর সেতু সংলগ্ন গজারিয়া নদীর তীরবর্তী জজ মিয়ার বাড়িটি ভেঙে যায়। এসময় বাড়ির আঙিনায় জজ মিয়ার মেয়ে মারিয়া বেগম খেলাধুলা করার সময় ঢলের পানিতে ভেসে যায়। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার বিকেল ৫টায় জগারিয়া সেতুর কাছে মারিয়ার লাশটি ভেসে ওঠলে স্বজনরা উদ্ধার করেন।
অন্যদিকে বুধবার রাত ৮টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলের তোড়ে ধোপাজান নদীতে বারকি নৌকা ডুবে উমেদশ্রী গ্রামের বালু-পাথর শ্রমিক মালেক গণি (৩০) নিখোঁজ রয়েছেন। রাতে তাদের বহনকারী বারকি নৌকাটি সোনাপুর রাবারড্যাম এলাকায় ডুবে গেলে নৌকায় থাকা ৮-১০জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও মালেক গণি নিখোঁজ হন। এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, পাহাড়ি ঢলে বসতঘর ভেঙে যাওয়ার সময় নিখোঁজ হওয়া মারিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। বুধবার রাত থেকে মালেক গণি নামের আরেক শ্রমিক নিখোঁজ রয়েছে।