বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা সদর থেকে জঙ্গিবিরোধী মিছিলটি শুরু হয়ে উপজেলা অবকাশ ভবনের সামনে এসে পথ সমাবেশে মিলিত হয়।
উপজেলা সভাপতি সেলিম আহমদ মিঠু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সৈনিক লীগ উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, নজরুল ইসলাম, নাজমুল কবির সবুজ, মফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আলম, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, পলাশ ইউপি সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক সফর আলী, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন ভান্ডারী, ধনপুর ইউপি সৈনিকলীগ নেতা এএসটি হাবিব, আবু হানিফ, উপজেলা সৈনিকলীগ সাংস্কৃতিক সম্পাদক আলাল উদ্দিন আহাদ, উপজেলা সৈনিকলীগ নেতা আব্দুল হান্নান, জাকারিয়া, সিরাজুল ইসলাম, শাহ আলম, রুবেল, আজিজুল হক, মোতালিব, নুরুল আমিন, ইদ্রিছ মিয়া, শুকুর আলী, শাহ আলম, তৌহিদুল ইসলাম, আতিকুল, ফকির মিয়া প্রমুখ।