ছাতক প্রতিনিধি ::
ছাতকের হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাসন আলী (র.) স্মরণে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও নাজিম মাওলানা সদরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাউয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা আব্দুল হান্নান, হাফিজ মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা নুরুল হুদা, মাওলানা মোস্তফা কামাল, হাফিজ মাওলানা সৈয়দ আহমদ, আব্দুল লতিফ, তবারক আলী, মুহিবুর রহমান উসমান, আব্দুল হাফিজ, আব্দুল জব্বার, ইছকন্দর আলী, আব্দুল হক, মোস্তাকিম বিল্লাহ, আজাদ মিয়া, নোমান আহমদ, হাফিজ মাও. আব্দুল জলিল, শাহিন আহমদ, মোজাম্মিল আহমদ প্রমুখ।
স্মরণ সভায় ব্যবসায়ী হাজী আজিজুর রহমান, মাওলানা শওকত আহমদ, ইউপি সদস্য সদরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, এমদাদ হোসেন, সাদক আলী, আফতাব উদ্দিন, তাজ উদ্দিন, আরশ আলী, খোরশিদ আলম, হাজী কদরুল ইসলাম, মিজানুর রহমান আমরু, ইব্রাহিম আলী, আব্বাছ আলী, মানিকুজ্জামান, বুরহান উদ্দিন, আকরাম আলী, জালাল উদ্দিন, বাহা উদ্দিন শাহী, মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
সভা শেষে শায়খুল হাদিস আল্লামা হাসন আলীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মুফতি মাওলানা আব্দুস ছোবহান।