স্টাফ রিপোর্টার ::
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর মামলা প্রত্যাহার ও তার বিরুদ্ধে রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আলফাত স্কয়ার অভিমুখে রওয়ানা করলে কালীবাড়ি মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, কামরুল হাসান রাজু, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সামছুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, সায়েম মিয়া, অলিউর অলি, দ্বিপক, মমিনুল হক কালারচাঁন, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, শাহ জাহান মিয়া, শরিফ উদ্দিন, জিয়াউর রহমান, সজল প্রমুখ।
এদিকে, তারেক রহমানের উপর মামলা প্রত্যাহার এবং রায় বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ কোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের আলফাত স্কয়ারের দিকে অগ্রসর হলে কালীবাড়ি মোড়ে পুলিশের বাধায় পড়ে। পুলিশি বাধা অতিক্রম করতে না পেরে বাধাস্থলেই প্রতিবাদ সভা করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, ছাত্রদল নেতা শাহ ফরহাদ, জুনায়েদ, রুহুল হাসান রূপক, মুজাহিদুল ইসলাম, মাহমদ মিয়া, মো. আলম, মো. আব্দুল মালেক, সাইফুল ইসলাম রাহী, ইব্রাহিম, মোস্তাক আহমদ, ছুটিল, শেফুল তালুকদার, এহিয়া, হেলাল, সালমান, বাহার, দুলাল। এ সময় উপস্থিত ছিলেন হোসেন আমীর, আব্দুল মতিন, মোস্তাক আহমদ, দেওয়ান রাবিন আনোয়ার, কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম, আব্দুল হাসিম, আবুল হায়াত প্রমুখ।