স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে সদরের সুরমা, রঙ্গারচর ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। সভায় সুরমা ইউনিয়নে সভাপতি পদে তাজুল ইসলাম ও সদস্য সচিব পদে আব্দুল কাদিরকে মনোনীত করা হয়েছে।
রঙ্গারচর ইউনিয়নে সভাপতি পদে সাবেক চেয়ারম্যান আবুল কালাম ও সদস্য সচিব পদে মমিনুল ইসলাম মমিন এবং জাহাঙ্গীরনগর ইউনিয়নে সভাপতি পদে মধু মিয়া এবং সদস্য সচিব পদে শামসু মিয়া মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা আ.লীগের কার্যালয় ষোলঘরে অনুষ্ঠিত আলোচনা সভার মাধ্যমে কুরবান নগর ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সারাজ উদ্দিন এবং সদস্য সচিব পদে ইসহাক টেইলার মনোনীত হয়েছেন। প্রত্যেক এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ তৎপরতায় জনগণকে সচেতন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।