ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে বখাটেপনার দায়ে এক যুবককে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম ছাদেক আলী। সে উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমির আলীর ছেলে।
জানা যায়, একই গ্রামের ৯ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে ছাদেক আলী। বৃহস্পতিবার মেয়েটিকে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করলে জামালগঞ্জ থানা পুলিশ ছাদেক আলীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাদেক আলীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা।