ছাতক প্রতিনিধি ::
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মুদি দোকান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
দোকানের সামনে সরকারি জায়গা দখল করে দোকান বর্ধিত করার কারণে হাসান স্টোরকে ৫ হাজার টাকা, আরিফ স্টোরকে ৫ হাজার টাকা ও রিজভী স্টোরকে ৬হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত মৎস্য বাজার থেকে বিভিন্ন প্রজাতির ১৬ কেজি পোনামাছ আটক করে গণক্ষাই রশীদিয়া মাদ্রাসা ও খারগাঁও মৌলভী নাছির উদ্দিন মাদ্রাসার এতিমদের উদ্দেশ্যে বিতরণ করেন। মৎস্য বাজারে অভিযানের সময় অভিযুক্ত দুই মাছ ব্যবসায়ী পালিয়ে যায়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, এসআই অরূপ সাগরসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।