স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের কালিবাড়ি নাট মন্দির সংলগ্ন পুকুর পরিষ্কার অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এ পুকুর পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল। উদ্বোধন শেষে দিনব্যাপী পুকুরের পাশে দাঁড়িয়ে থেকে পুকুরটির ময়লা আবর্জনা পরিষ্কার কাজ তদারকি করেন মেয়র জগলুল।
পরিষ্কার অভিযানে অংশ নেয় কর্নিকারমুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেলি চৌহান ময়না, পৌর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা রোভার স্কাউটস লিডার মো. রায়হান উদ্দিন, অ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডার্স’র সভাপতি শহীদ নূর আহমেদ, সাধারণ সম্পাদক দুর্জয় দও পুরকায়স্থ প্রমুখ।
পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল জানান, মাসব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চালানো হবে। নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যও সকলকে আহ্বান জানান মেয়র।