তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেণ বর্মণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলম জিলানী সুহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সহ-সভাপতি আশরাফুল আলী, মাইন উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিমল সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, দক্ষিণ বড়দল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোনা মিয়া প্রমুখ।