স্টাফ রিপোর্টার ::
বার্জার পেইন্টস প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে রং মিস্ত্রিকর্মী কল্যাণ সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বার্জার পেইন্টস সিলেট সেলস অফিস কর্মকর্তা বিএম দেওয়ান ইমরান আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জিএম সেলস এন্ড মার্কেটিং মহসীন হাবীব চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. দুলাল প্রমুখ।
আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘ব্রিদ ইজি’ ও ‘ইজি ক্লিন’ দল। ম্যাচটি গোল শূন্য ড্র হয়ে ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়। ট্রাইব্রেকারেও ড্র হলে পরে টসের মাধ্যমে বিজয় দল হিসেবে ব্রিদ ইজিকে নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তোলে দেন অতিথিবৃন্দ।