তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যাদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান। এ সময় নবনির্বাচিত সদস্য সদস্যাদের ফুলেল শুভেচ্ছা জানান তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।