ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর উচ্চবিদ্যালয়ে ‘সিলেটি নাগরি’ বইয়ের ২৮ খন্ডের একটি সেট উপহার দেওয়া হয়েছে। সংগঠনের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর খানের হাতে এই বই তুলে দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এখলাছুর রহমান, অ্যাডভোকেট আবিদুর রহমান সুমন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন আহমদ জানান, জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একইভাবে ‘সিলেটি নাগরি’ বইয়ের সেট উপহার দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি