সুনামগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী অ্যাড. রতন কুমার রায়ের মৃত্যুতে জেলা আয়কর অফিস গতকাল মঙ্গলবার শোকসভার আয়োজন করে।
উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন সিনিয়র কর আইনজীবী অ্যাড. মৃতুঞ্জয় ধর ভোলা।
অ্যাড. সজল কুমার রায়-এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সহকারি কর কমিশনার দাউদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন সহকারি কর কমিশনার সাদ-উল্লাহ।
শোকসভায় বক্তব্য রাখেন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্ত্তী, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, অ্যাড. আফিজ মিয়া, হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্ত্তী চন্দন, অ্যাড. বিদ্যুৎ চক্রবর্ত্তী, অ্যাড. অনুপ কুমার ধর, অ্যাড. প্রভাত দেবনাথ, লিটন চন্দ্র দাস, অনন্ত রায় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি