বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভাকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অভিনন্দন জানিয়ে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ র্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা সম্পাদক ও বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, অভিভাবক সদস্য আব্দুল মালেক, কমিটির শিক্ষক প্রতিনিধি ও উপজেলার জাপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, কমিটি সদস্য ও জাপা নেতা হাবিবুর রহমান, ইসকান্দর আলী মির্জা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রমজান আলী, কমিটি সদস্য ইয়াহিয়া রহমান তালুকদার, কমিটি সদস্য শিক্ষক আহসান হাবিব, আব্দুল হান্নান, মহিলা সদস্য রিনা রাণী প্রমুখ।