জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতকে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ভাতগাঁও ইউনিয়নের গোয়াসপুর গ্রামে অভিযান চালিয়ে রসিক মিয়াকে এবং একই ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে আসফর আলীকে গ্রেফতার করা হয়।
১ বছরের সাজাপ্রাপ্ত আসামি রসিক মিয়া গোয়াসপুর গ্রামের মৃত মিজাজ আলীর পুত্র এবং ওয়ারেন্টভুক্ত আসামি আসফর আলী শক্তিয়ারগাঁও গ্রামের তাজুল্লার পুত্র। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও এসআই কামরুল হোসাইন আসামিদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।