ধর্মপাশা প্রতিনিধি ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গত শনিবার গভীর রাতে একাধিক মামলার পলাতক আসামি রতন মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের রতন মিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের ৬ নভেম্বর ও ২০১৪ সালের ১৭ এপ্রিল উপজেলার সোমেশ্বরী নৌ পথে কয়লা, বালু-পাথর বোঝাই নৌকায় চাঁদাবজিতে জড়িত থাকার অভিযোগে ধর্মপাশা থানায় পৃথক দুটি মামলা হয়। তাঁর বিরুদ্ধে চুরির ঘটনায় এই থানায় আরও দুটি মামলা রয়েছে। এই চারটি মামলাতেই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়াানা জারি করেছেন। এতোদিন তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।