ছাতক প্রতিনিধি ::
ছাতকের জাউয়াবাজার ডিগ্রি কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী র্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের হল রোমে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিশঙ্কর ভৌমিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আতাউর রহমান আতা, আলহাজ্ব শফিকুল ইসলাম, আব্দুল মছব্বির, মাস্টার জসিম উদ্দিন, অধ্যাপক জয়াধর রুবি, প্রভাষক নাজমুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ছাত্র রিয়াজুল হক ও গীতা পাঠ করেন ছাত্র দুর্জয় সুত্রধর। সভা শেষে কলেজ ক্যাম্পাস থেকে জঙ্গিবাদবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।