ছাতক প্রতিনিধি ::
ছাতকে নাশকতার আশঙ্কায় আব্দুল আউয়াল (৩২) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ধারণ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আউয়াল গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জামায়াতের সভাপতি এবং দক্ষিণ খুরমা ইউনিয়নের ধারণ গ্রামের হাজী আব্দুস সামাদের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ধারণ বাজার থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরদিন রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।