ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মনোনয়পত্র জমা দেয়া হয়েছে। রোববার সকালে ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ এবং দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, অনু ও সামছুজ্জামান।
সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে জাহের আলী ও সাহার মিয়া, সাধারণ সম্পাদক পদে আনোয়ার মিয়া, মোসাদ্দেক আলী বাবলু ও হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো, নবী নূর মিয়া ও বিলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আহমদ ও কোষাধ্যক্ষ পদে বিপ্লব কান্তি তালুকদার।
সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সোহেল আহমেদকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। তিনি সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদারকেও নির্বাচিত ঘোষণা করেন। আগামি ৫ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি