সুনামকণ্ঠ ডেস্ক ::
নিঃসন্দেহে বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যার নেতৃত্বে টাইগাররা শুধুমাত্র আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেই খেলার যোগ্যতা অর্জন করেনি, সেই সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টি’র ফাইনালে নড়াইল এক্সপ্রেসের অধীনেই খেলেছিল বাংলাদেশ।
মাশরাফির এমন অভাবনীয় সাফল্যের পর তিনি বর্তমানে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কের তালিকাতেও পৌঁছে গেছেন। এ তালিকায় তার ওপরে রয়েছেন শুধুমাত্র ক্লাইভ লয়েড, হেনসি ক্রোনিয়া ও রিকি পন্টিং।
অন্তত ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন পরিসংখ্যানে ম্যাচ জয়ের শতাংশে মাশরাফির পেছনে এমনকি রয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও। তালিকায় ম্যাশের অবস্থান চতুর্থ। আর ধোনি রয়েছেন ১৫ তম স্থানে।
সর্বকালের সেরা ৫ ওয়ানডে অধিনায়কের তালিকা : ১. ক্লাইভ লয়েড। ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮। ২. রিকি পন্টিং। ২৩০ ম্যাচ, জয় ১৬৫, পরাজয় ৫১। ৩. হ্যানসি ক্রোনিয়া। ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫। ৪. মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮।