স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম। ইউনিটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হুমায়ূন কবির, মুহিন, উবায়দুল, ফয়সল, আবু সালেহ, শাহ রাহুল, আইয়ূব আলী, ফাহিম, কামরান, ফারুক, শাকিল, নজরুল, নাফিজ, মাসুম, তারেক প্রমুখ।