ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে গতকাল শনিবার বিকেল তিনটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সাফায়াত হোসেন লিটন, লুৎফুর রহমান উজ্জ্বল, মনোজেন্দ্র চৌধুরী টিংকু, সদস্য তরিকুল ইসলাম পলাশ, আলী আফজাল, জাকির হোসেন প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আকিকুর রহমানকে আহ্বায়ক, ওয়াসিম মজুমদার, মোশারফ হাসান, রুবেল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৩১সদস্যবিশিষ্ট ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।