দ.সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কে ট্রাকের ধাক্কায় লাকী রাণী দাস (১২) নামে এক ছাত্রী নিহত হয়েছে। নিহত লাকী রাণী দাস সুনামগঞ্জ সদর উপজেলার নারকিলা গ্রামের তজিন্দ্র দাসের মেয়ে। সে গাগলি নারাইণপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে দিরাই মদনপুর সড়কের গাগলি নারাইণপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাক (সিলেট-ড-১১-২৩৭৯) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এ ঘটনার পর সুনামগঞ্জ-দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পলিশের এসআই মো. আকিকুল ইসলাম এসে যান চলাচল স্বাভাবিক করেন এবং ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।