ছাতক প্রতিনিধি ::
ছাতকে অস্ত্রসহ ডাকাত আব্দুস সালাম (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সে ছাতক শহরের বাঁশখলা এলাকার আরব আলীর পুত্র।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই কামাল, এসআই তরিকুল ইসলাম, এসআই সুহেল রানা, এসআই সিদ্দিক আহমদ ও এএসআই আমির খছরুর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সালামকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার বসতঘর থেকে একটি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড গুলি এবং একটি দা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে সালামের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।