জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরারের নেতৃত্বে ও থানার এসআই জয়নাল আবেদীনসহ একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে বাজারে বিক্রি করতে নিয়ে আসা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার মিটার ৪৫০ পিস অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়ানো হয়েছে।