আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনাতামূলক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ছাত্রসংসদের জিএস আতিক উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা তোফায়েল আহমদ খান, মাওলানা মতিউর রহমান, মো. নূরুল ইসলাম, ছাত্রসংসদের ভিপি মো. বদিউজ্জামান, এজিএস মো. শাহিনুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াছমিন, মাওলানা আব্দুল কবির, মো. জসিম উদ্দিন, খালেদা বেগম, মো. তফাজ্জুল হক, মো. তাহাজ্জদ আলী, মো. জহিরুল ইসলাম, মাওলানা শাহজাহান কবির, মো. মানিক উল্লাহ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. দেলোয়ার হোসাইন, আয়েশা সিদ্দিকা, খাদিজা বেগম, রোকসানা বেগম, মো. সুহেল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও উদার গণতান্ত্রিক একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাসে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের স্থান নেই। যারা ইসলামের নামে বোমা মেরে মানুষ হত্যা করছে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামের দুশমনদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বোমাবাজ, মানুষহত্যাকারীদের সকল চক্রান্ত মোকাবেলায় অতীতের মতো এখনোও আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজত করা হয়।