তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার পল্লী থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার দক্ষিণকুল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আজির উদ্দিন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদেরভিত্তিতে তাহিরপুর থানার এসআই মুহিত মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আজির উদ্দিনের গ্রামের বাড়ি উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল থেকে গ্রেপ্তার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ আজির উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আদালত কর্তৃক একটি মামলায় দুই বছরের সাজা পরোওয়ানা জারী ছিল।