জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্রদের নিয়ে গঠিত ‘হিল গ্রুপ’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি শিশু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর বাজারে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
হিল গ্রুপের সভাপতি সুজায়েল আহমদ সাজুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জাবের আহমদ চৌধুরীর পচিালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাসমত উল্লাহ খান, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফয়সল কবির, প্রভাষক রিয়াজ আহমদ ভূইয়া, কলেজ ছাত্রদলের সভাপতি আবুল হাসনাত আমির।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি শিশু মিয়া।