ছাতক প্রতিনিধি ::
ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা স্বেচ্চাসেবক লীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মিছিল শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ ও আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান টুনু, স্বেচ্চাসেবকলীগ নেতা আব্দুল বাছিত বাবুল, আনছার আলী, লায়েক মিয়া, আবুল কালাম, লোকমান হোসেন, লায়েছ মিয়া, আমির আলী, শাহিন মিয়া, রাজন মিয়া, হেলাল উদ্দিন, এমদাদ হোসেন, আনফর আলী, আরব আলী, তাহলী হোসেন, সাহেব আলী, সোহেল মিয়া, আছাব আলী, শিরিয়ান আহমদ, মুহিব আহমদ, আব্দুল কাহার, আব্দূল কাদির, আলকাছ আলী, নুরুল আমীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোন ধর্মই জঙ্গিবাদ সমর্থন করেনা। দেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। দেশ ও জাতীর কল্যাণে আমাদেরকে জঙ্গিবাদ রুখতে হবে। যে খানেই এদের সন্ধান মিলে তাদেরকে আটক করে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সোর্পদ করতে হবে। এ সময় বক্তারা হলি আর্টিজান হোটেল ও শোলাকিয়ায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ঘৃনিত জঙ্গি নামাদারীদের সমাজ থেকে উৎখাত করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।