শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট রতন কুমার রায় মঙ্গলবার রাতে ভারতের কোলকাতার একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য ও কালিবাড়ি তারকব্রহ্ম হরিণাম সংকীর্তনের সাবেক সাধারণ সম্পাদক এবং শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের আজীবন সদস্য।
তাঁর মৃত্যুতে জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা মহিলা ঐক্য পরিষদ, জেলা আইনজীবী ঐক্য পরিষদ, জেলা ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটি, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির ও জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি