স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপীর ফজলুর রহমান মিসাবহ অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা বিতরণ করেছেন। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় তিনি এ অর্থ বিতরণ করেন। নগদ অর্থ ছাড়াও বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অসচ্ছল প্রতিবন্ধী ৫২৬ জনের মাঝে তিনি বয়স্ক ভাতার বহি বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এমপি মিসবাহ আনুষ্ঠানিকভাবে এসব নগদ অর্থ ও বয়স্ক ভাতা বহি বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মুহাম্মদ ফারাবী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটোয়ারি, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো. বুরহান উদ্দিন, জাপা নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ঈদের প্রাক্কালে ঈদ উদ্যাপনের জন্য তাঁর ঐচ্ছিক তহবিল হতে সদর উপজেলার ৫৪ জন হতদরিদ্রের মাঝে তিন লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন।