সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট সদর উপজেলার তারাপুর চা বাগান সংলগ্ন নেহার মঞ্জিলে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আব্দুল্লাহ অন্তর খুনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে আব্দুল্লাহর স্ত্রী শিউলী খানম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, মামলায় সিলেট মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধেরজের ধরে আব্দুল্লাহ অন্তরকে কুপিয়ে হত্যা করা হয়।