স্টাফ রিপোর্টার ::
জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ পৌর আওয়ামী। গতকাল সোমবার বিকেল ৩টায় পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত স্কায়ারে গিয়ে জেলা আ.লীগ আয়োজিত প্রতিরোধ সমাবেশে মিলিত হয়।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, আ.লীগ নেতা ও প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. চান মিয়া, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী তালুকদার, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, শফিকুল ইসলাম, লিটন সরকার, মমিনুল হক মমিন, শাহিন আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নেহার রঞ্জন তালুকদার, আরিফুল আলম, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম শিপু, জেলা ছাত্রলীগ নেতা জয়জিৎ পাল ভজন, পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, মঞ্জুর আলম, নুর মোহাম্মদ, রিগেন প্রমুখ।