জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর-সিলেট সড়কের শ্বাসনহবি নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল যাত্রীবাহী মিনিবাস সিলেট থেকে জগন্নাথপুর অভিমুখে আসার পথে গাড়ির ব্রেকের তার ছিঁড়ে গেলে গাড়িটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনা ঘটে। এ সময় গাড়িটির (সিলেট-জ-১১-০২৮৬) সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক খোকন মিয়া, যাত্রী আনোয়ার মিয়া, লক্ষ্মী রাণী বৈদ্য, সুমন মিয়া, সূত্ররঞ্জন বৈদ্য, লালিয়া রাণী, আব্দুল মমিন, বাচ্চু মিয়া, সুমন আহমদ, আবুল কালাম, রাজন মিয়া, রোকিয়া বেগমসহ কমপক্ষে ২০জন আহত হন।
আহতদের মধ্যে চালকসহ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।