ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের মিলনায়তন হলরুমে সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী।
জেলা ছাত্রলীগের সদস্য রাজন আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোজাম্মেল হোসেন রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ধর্মপাশা উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, মো. লুৎফুর রহমান উজ্জ্বল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, সেলবরষ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে একাদশ শ্রেণির পড়–য়া ৩ শতাধিক ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।