জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণে আনন্দ মিছিল ও নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কলেজ ছাত্রলীগ।
গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিলের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মুজাহিদ মিয়া এবং রনি রাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাহান আহমদ, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত, তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা আনহার আহমদ মিলাদ, মিছবাহ, ফাহাদ, মাসুম হোসাইন, জুনেদ মিয়া, তাহা আহমদ, রিপন, জুয়েল হোসেন, সৈয়দ রিপন ও আখলাকুর রহমান।
এ সময় নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এমডি মুন্না, তানজির আলম তামিম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।