ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের কারেন্টের বাজারে একতা যুব সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কারেন্টের বাজার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন একতা যুব সংঘের আহ্বায়ক মো. লোকমান।
নবনির্বাচিত ইউপি সদস্য মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রউফ উদ্দিন, মো. হেলাল আহমেদ, আমির হোসেন, আবু তাহের, আহম্মদজ্জামান, মো. হাবিব উদ্দিন, মো. হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মো. লোকমানকে সভাপতি, মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. মাহবুব আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।