বিশেষ প্রতিনিধি ::
শীর্ষনেতাদের সান্নিধ্য ছাড়াই ঈদ কাটলো সুনামগঞ্জে আ.লীগ ও বিএনপি নেতা-কর্মীদের। দেশের বড় দু’টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই এবার জেলা শহরে ঈদ পালন করেন নি। ফলে ঈদের দিন নেতাদের সঙ্গে তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করার সুযোগও পান নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক এমপি মতিউর রহমান বরাবরের মত এবারও পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করেন ঢাকায়। ঈদের দুই দিন পর তিনি সুনামগঞ্জে আসেন। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবিরও ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন। ঈদের দুই দিন পর জেলা শহরে আসেন তিনি।
জেলা শহরে অবস্থান না করায় ক্ষমতাসীন দলের দুই শীর্ষনেতার সঙ্গে সাধারণ নেতাকর্মীরা ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করার সুযোগ পান নি। শীর্ষনেতারা কবে শহরে আসবেন আর শুভেচ্ছা বিনিময় করবেন এই খোঁজ নিয়েছেন সাধারণ নেতা-কর্মীরা। তবে গতকাল রোববার নেতাকর্মীরা ওই দুই নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী দিরাইয়ে ঈদ উৎসব উদ্যাপন করেন। সেখানেই তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের দুই দিন পর তিনি জেলা শহরে আসেন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা বিএনপি’র প্রথম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন নিজ এলাকা ছাতকে ঈদ পালন করেন। জেলা শহরে নেতাকর্মীদের সঙ্গে তাঁকে ঈদের কুশল বিনিময় করতে দেখা যায়নি। বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন পরিবারের সঙ্গে আমেরিকায় ঈদ পালন করেন। তবে জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড. ফজলুল হক আছপিয়া, সদর আসনের জাপা’র এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত জগলুল জেলা শহরে ঈদ পালন করেন।