হোসাইন আহমদ/মোশাহিদ আহমদ ::
শীঘ্রই অনুমোদন পাচ্ছে সুনামগঞ্জ-মোহনগঞ্জ সড়ক প্রকল্প। এমনটিই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। গত শনিবার বিকেলে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আরও বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের জন্য বিশাল বিশাল কার্যক্রম হাতে নিয়েছে। সুনামগঞ্জ টু মোহনগঞ্জ সড়ক যোগাযোগ স্থাপনে প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সড়ক নির্মাণ কাজের পর্যবেক্ষক দল শীঘ্রই সুনামগঞ্জ আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার গরিব-মেহনতি মানুষের টাকায় চলে। গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী’র সভাপতিত্বে ও মো. হাসনাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি মো. সিরাজুর রহমান সিরাজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কালাম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির উদ্দিন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আ.লীগ নেতা অ্যাড. বোরহান উদ্দিন দোলন, অ্যাড. বশির উদ্দিন, সাইফুল ইসলাম, তেরাব আলী, গোলাম হায়দার, আব্দুল মুকিত, আসাদুজ্জামান, জবর আলী, আবাব মিয়া, আব্দুল বাছিত সুজন, নুর মিয়া, শহিদুল ইসলাম, আয়না মিয়া, যুবলীগ নেতা মাসুক মিয়া, বদরুল খান, মাসুদ পারভেজ, সৈয়দ হোসেন রানা, সালেহ আহমদ, ছাত্রলীগ আহ্বায়ক নুর হোসেন, পাবেল মিয়া, বদরুল আলম টিপু, কামরুল ইসলাম শিপন, আল মাহমুদ সোহেল, জাবেদ হোসেন, জাহিদুল ইসলাম, দিলন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিয়াকত আলী, নুর আলম, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী প্রমুখ।