মো. আমিনুল ইসলাম::
মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে “ঈদ পরবর্তী মিলনমেলা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন।
সভায় সভাপতিত্ব করেন মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বয়ক ডা.সৈকত দাশ ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে সুন্দরের পক্ষে কাজ করে যাওয়ার মত প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘নৈতিকতার সাথে নিজেদেরকে পরিচালিত করতে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। টাকা, সম্পদ, ক্ষমতা আর অন্ধকারের জাল ছিঁড়ে ভালোবাসার বাংলাদেশ বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সর্বোপরি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে’।
আনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৃজন রায় তীর্থ, সাদিকুর ও এমি।
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের হাতে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়। আনুষ্ঠানিকতায় এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে আয়োজন করা হয় আনন্দ আড্ডা।