হোসাইন আহমদ ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সন্ত্রাসবাদ জঙ্গিবাদের মাধ্যমে নৃশংস হত্যাকান্ড চালিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যাবে না। সন্ত্রাসবাদ নির্মূল করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আপনাদেরকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ এগিয়ে চলছে। সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গণতন্ত্রের এ অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। যারা ধর্মের নামে সন্ত্রাস করে, মানুষ খুন করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তারা জাতির শত্রু। এসব সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাকান্ড প্রতিরোধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
তিনি মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিলানী মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -মৌলভী বাজার আসনের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, মো. সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, শান্তিগঞ্জ সমবায় মালিক সমিতির সভাপতি হাজী মাস্টার সিরাজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, কোষাধ্যক্ষ মতিন মিয়া, সাজাদ মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আকল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক সাজাদ মিয়া, সদস্য ফয়ছল আহমদ, সুমন দেব, নিখিল তালুকদার, আখলিছ মিয়া, রায়হান আহমদ, অপু মিয়া, জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, রূপন মিয়া, তাজুল ইসলাম, বশির মিয়া, ইউসুফ আলী, শাহজাহান মিয়া, বিধান রায়, সেবুল মিয়া, রুহেল মিয়া, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না, ডা. স্বপন তালুকদার, এমরান হোসেন, আলী নূর, আব্দুল কাদির, তাজুল ইসলাম, শশাঙ্ক তালুকদার প্রমুখ।
অপরদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মঙ্গলবার দুপুরে নাইন্দা নদী ও দামাই বিলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিল নার্সারির আওতায় ১৫শ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ^াস, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ^াস, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, আওয়ামীলীগ নেতা অ্যাড. বোরহান উদ্দিন দোলন, ঠিকাদার মতিউর রহমান প্রমুখ।