স্টাফ রিপোর্টার ::
ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ যুবলীগ। আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। শোক মিছিলে নেতাকর্মীরা শোকব্যাজ ধারণ করে অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খোন্দকার মঞ্জুর আহমদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট রওনক আহমদ, সবুজ দাস, মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল প্রমুখ।
বক্তারা জঙ্গিদের মোকাবেলায় দেশের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।