বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পরিচালিত ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার পলাশ উছমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার সকল কেন্দ্রসমূহের ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ক্বেরাত প্রশিক্ষণের চূড়ান্ত পরীক্ষায় আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী গুলে নূর ইলিয়াছ, কেন্দ্র প্রতিনিধি মাওলানা শহীদুল ইসলাম পলাশী, জয়নাল আবেদীন, ইমদাদুল হক, ক্বারী কামাল পাশা, আব্দুল আজিজ, আমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক, আবু হানিফা, আব্দুল কাদির, শাহ জালাল, ক্বারী নুরুল আমিন, মিছবাহ, আব্দুল কাইয়ূম, ক্বারী নাছিমা আক্তার, ক্বারী বিলকিস আক্তার, ক্বারী হুসনা আক্তার, ক্বারী ফাতেমা আক্তার, ক্বারী বুশরা আক্তার, ক্বারী অজুফা আক্তার।
কেন্দ্র পরিদর্শন করেন পলাশ ইউপি’র চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও পলাশ উচ্চ বিদ্যলয় প্রধান শিক্ষক আব্দুর মান্নান।