সুনামকণ্ঠ ডেস্ক ::
সারাদেশের সকল মন্দির-মঠ ও সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের পুরোহিতসহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকের পর তিনি এ কথা জানান।
মন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও শুক্রবার সকালেই ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামাধব গোপাল মঠ মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনাদের এই মন্দিরসহ সারাদেশের সকল মঠ-মন্দির ও সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই।’
তিনি বলেন, কোনোভাবেই আমরা এ ধরনের হুমকির কাছে মাথা নত করব না। বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে এরা এ ধরনের (হত্যার হুমকি) ঘটনা ঘটাচ্ছে।
বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়ায় ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে নাসিম বলেন, ‘পুরোনো চেহারা নিয়ে এরা এই ধরনের (হুমকি-গুপ্তহত্যা) করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় এরা একের পর এক ঘটনা ঘটিয়েছে, এখনও চেষ্টা করছে।’
গেল মঙ্গলবার ডাকযোগে পাঠানো একটি চিঠিতে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেয়া হয়।
মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টার কথা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা দেখেছেন, মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টাকারী স্বীকার করেছে সে শিবির কর্মী। প্রশিক্ষিত শিবির কর্মীরা সারা দেশে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ স¤পাদক দীলিপ বড়–য়া, জাসদ (একাংশ) সাধারণ স¤পাদক শিরীন আখতার, স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী প্রমুখ।
বৌদ্ধ মন্দিরের পুরোহিত শুদ্ধানন্দ মহাথের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন