সুনামকণ্ঠ ডেস্ক ::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে বিড়াল বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারকে সঙ্গী করে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। আবার তিনি বিজিবি, র্যাব ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রযন্ত্রের জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছেন।’
শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক স¤পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার না করে খুনিদের আড়াল করেছেন। তার শাসন আমলে অপারেশন ক্লিনহার্টে শতাধিক ব্যক্তিকে বিনাবিচারে হত্যার পর দায়মুক্তি বিধানের মধ্যদিয়ে হত্যাকান্ডকে ধামাচাপা দিয়েছেন, খুনিদের আড়াল করেছেন এবং বিচার থেকে দূরে রেখেছেন। সেই খালেদা জিয়া বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের কথা বলছেন- এইসব কথা উনার মুখে শোভা পায় না।’
‘জঙ্গি দমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা সকল হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি, অতীতে যেভাবে আগুন সন্ত্রাসী আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি আমি আশা করি জঙ্গি হত্যাও আমরা বন্ধ করতে পারবো এবং জঙ্গিদের আমরা একচুল ছাড় দিবো না।’