সুনামকণ্ঠ ডেস্ক ::
অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. নুর নবীর আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
দুদক উপপরিদর্শক বেনজীর আহমেদ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুই কর্মকর্তা হলেন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ।
দুদকের আইনজীবী কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী ও ঢাকা বারের সভাপতি আয়ুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নাকোচ করে দেন। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার কারণে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে বৃহ¯পতিবার মামলা করে দুদক। এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। একই দিন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পরপরই ডিএমডিসহ ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।