স্টাফ রিপোর্টার ::
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পিতা-পুত্রের পরিবারের পুনর্বাসনের জন্য ৫০হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিহতের মা মরিয়ম বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মুহাম্মদ ফারাবী, জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, জাপা নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিদুর রহমান প্রমুখ।