সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ওপর হামলা চালিয়েছে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগিরা। হামলার এ ঘটনায় মফিজুল ইসলাম রানা নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বৃহ¯পতিবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ প্রাইভেট অ্যাম্বুলেন্সের এক চালককে আটক করেছে। গুরুতর আহত পুলিশ কনস্টেবল রানা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে হাসপাতালের সামনে অবৈধভাবে রাখা কয়েকটি প্রাইভেট অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন অ্যাম্বুলেন্স চালকরা। কথা কাটাকাটির এক
পর্যায়ে অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কনস্টেবল রানা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার জানান, দুপুরের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামনে অবৈধভাবে রাখা প্রাইভেট অ্যাম্বুলেন্স সরাতে যায় পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগিরা পুলিশের ওপর হামলায় চালায়। এতে পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম রানা গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক প্রাইভেট অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে। তবে তিনি আটক চালকের নাম জানাতে পারেননি।