তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার অগ্রণী মোটরসাইকেল মালিক-চালক বহুমুখী সমবায় সমিতি লি. আব্দুজ জহুর সেতুতে পুলিশ কর্তৃক মোটরসাইকেল চালকদের হয়রানি ও তাহিরপুর উপজেলার বিভিন্ন খেয়াঘাটে টোল আদায়ের নামে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে।
গতকাল বৃহস্পতিবার সমিতির প্রধান কার্যালয়ে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বরাবরে স্মারকলিপি প্রদান করেন সমিতির সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আ. খালেক, সাধারণ সম্পাদক মরম আলী, সদস্য দুলাল মিয়া, মর্তুজ আলী, মঞ্জুর আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী আবু বক্কর ছিদ্দিক, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা তাবারক হোসাইন, আজহারুল ইসলাম সোহাগ, রাহাত হায়দার প্রমুখ।
এসময় এমপি রতন উপস্থিত পাঁচ শতাধিক মোটর সাইকেল চালকদের পুলিশি হয়রানী ও খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করার আশ্বাস প্রদান করেন।